2025-06-23 14:04:04
Verse 1
নগরের পথে বাজে বিটের সুর
রাত জেগে উঠে নতুন এক উন্মাদনা
চোখে চোখে খেলছে রঙিন আলো
তুমি আমি মিলেই ছুটেছি ভালোবাসায়
Chorus
নাচো, নাচো, রাতের আলোয়
স্বপ্ন গুলো উড়াই আকাশের গায়ে
হারাতে দাও, বাধা সব ভুলে
এই মুহূর্তে থাকি শুধু তুমি আর আমি
Verse 2
তাল মিলাই, পা চলে অজানা তারা
হাওয়া ছোঁয়ে গানের সেই পুরনো ছায়া
হাসি মুখে বাজে মিষ্টি কথার সুর
ভাসিয়ে দেয় মন সদা খুশির গানে
Chorus
নাচো, নাচো, রাতের আলোয়
স্বপ্ন গুলো উড়াই আকাশের গায়ে
হারাতে দাও, বাধা সব ভুলে
এই মুহূর্তে থাকি শুধু তুমি আর আমি
Bridge
একসাথে হাতে হাত, হারিয়ে যাই আনন্দে
তাল মেলাই হৃদয়ের ছন্দে
Chorus
নাচো, নাচো, রাতের আলোয়
স্বপ্ন গুলো উড়াই আকাশের গায়ে
হারাতে দাও, বাধা সব ভুলে
চলো, আজকের রাত শুধু আমাদেরই