2025-06-26 20:34:08
Verse 1
ধীরে ধীরে ভোরের আলো দেয় যে ডাক
হারিয়ে যাওয়া স্বপ্ন গুলো ফিরে চায়
নিরব চিঠির পাতায় লেখা কিছু গান
তোমায় নিয়ে আমার দিন শুরু হয়
Chorus
ফিরে চলো, ছায়া-কুয়াশার পথ পেরিয়ে
সব হারানো হাসি আবার ফিরুক প্রাণে
খুঁজে নিই সুখ, ছোট্ট দুপুরের ছায়ায়
তুমি যে পাশে, এটাই চাওয়া চিরকাল
Verse 2
হালকা বাতাস জানালায় ছুঁয়ে যায়
পুরোনো গল্পেরা আবার গান গায়
তোমার স্পর্শে চোখ জলে হাসে
বর্ণহীন দিন রঙে রঙিন হয়ে যায়
Chorus
ফিরে চলো, ছায়া-কুয়াশার পথ পেরিয়ে
সব হারানো হাসি আবার ফিরুক প্রাণে
খুঁজে নিই সুখ, ছোট্ট দুপুরের ছায়ায়
তুমি যে পাশে, এটাই চাওয়া চিরকাল
Bridge
তুমি চলে গেলে ও আকাশে ছিলো আলো
মনে পড়ে যায় তোমার ফেলে আসা ভালোবাসা
Chorus
ফিরে চলো, ছায়া-কুয়াশার পথ পেরিয়ে
সব হারানো হাসি আবার ফিরুক প্রাণে
চুপচাপ সন্ধ্যায়, দু’জনার অভিমানে
বলো, তুমি আমায় ফিরে চাও চিরকাল