আকাশের রং

cover

2025-06-18 14:06:19

Lyrics

Verse 1
রাত্রির চাঁদ ডাকে নীরবে
আলোয় ভাসে প্রতিটি ধরণে
তুমি কাছে এলে পাতায় পাতায়
হাওয়া গায় স্বপ্নের সুরে

Chorus
আকাশের রং ছুঁয়ে যায় মনে
আলোয় ভরা দিন শোনে
হারানো পথে ফিরতি আলো
তোমার গল্পে বাজে আজও

Verse 2
সময়ের ধারা ভাসায় তাৰা
অজানা ব্যথা চেনা আকাশে
হাত ছুঁয়ে রাখো হৃদয়ের পাশে
তোমায় খুঁজি কুয়াশা ভেদে

Chorus
আকাশের রং ছুঁয়ে যায় মনে
আলোয় ভরা দিন শোনে
হারানো পথে ফিরতি আলো
তোমার গল্পে বাজে আজও

Bridge
হয়ে যাই আলো-ছায়ার খেলা
তবু তোমাতেই সব শেষে মেলামেলা

Chorus
আকাশের রং ছুঁয়ে যায় মনে
আলোয় ভরা দিন শোনে
হারানো পথে ফিরতি আলো
তোমার গল্পে বাজে আজও

Chorus (variation)
আকাশের রং ভেসে যায় মনে
অধরা স্বপ্ন ভালোবেসে
শেষ প্রশ্নে জোড়া হাত রাখো
তবু থাকো, থাকো আমার কাছে