রাতের আলোয় নাচি

cover

2025-06-22 14:06:16

Lyrics

Verse 1
তুমি আসো চুপিচুপি, মধুর স্বপ্নে ভেসে
দেয়ালজুড়ে রঙিন আলো, মনটা জেগে ওঠে
তাল মিশে যায় সুরে, শহরের ব্যস্ত ভিড়ে
আমরা হারিয়ে যাই, হৃদয়ে বাজে ঢোলের তালে

Chorus
তুমি আমি রাতের আলোয় নাচি
জোছনার ছায়ায় হাত ধরি সাচি
স্বপ্নের গানে গানে মিশে আছি
এ প্রেম যদি চায় কখনো বাঁচি

Verse 2
হাওয়ায় উড়ে মায়া, ঘুমছোঁয়া আবেগে
তোমায় ছোঁয়ার ইচ্ছে, পৃথিবী হারিয়ে রবে
আকাশের তারা জানে, এই ভালোবাসা গ্রহে
সাথী হয়ে থাকো চলো, অসীমতার বুকে

Chorus
তুমি আমি রাতের আলোয় নাচি
জোছনার ছায়ায় হাত ধরি সাচি
স্বপ্নের গানে গানে মিশে আছি
এ প্রেম যদি চায় কখনো বাঁচি

Bridge
ভয় পেও না, আশায় থাকি
তুমি আমি- একসাথে, রাত পোহালে যাবো না ফিকে

Chorus
তুমি আমি রাতের আলোয় নাচি
জোছনার ছায়ায় হাত ধরি সাচি
স্বপ্নের গানে গানে মিশে আছি
এ প্রেম যদি চায় কখনো বাঁচি

Chorus (final repeat, varied)
তুমি আমি রাতের আলোয় নাচি
রঙিন স্বপ্নে হারিয়ে থাচি
ভবিষ্যতের দ্বারে ভালোবাসি
এ গানেই থাকো, আমি শুধু তোমারই পাশে