2025-06-19 14:06:23
Verse 1
নিস্তব্ধ রাতের কোলে লুকিয়ে আছে কান্না
ভাঙা কথার ধ্বনি, অব্যক্ত সুরের মানা
অন্ধকারের ডানা ছড়িয়ে চলে যায়
হারিয়ে যাওয়া স্বপ্ন, কারো সাড়া নাই
Chorus
ঘুমিয়ে থাকা আলো দাও আমায়
ভেতরের ছায়া ভেঙে ফেলো এবার
নিস্তব্ধতার মধ্যে ডাকছি তোমায়
এক ফোঁটা আশার দীপ জ্বালাও আমার
Verse 2
ধূলি ধরা আয়নায় মুখ দেখিনি বহুদিন
জীবনের শেকলে বাঁধা, অব্যক্ত কষ্ট গায়ে চিন
ভয় পাওয়া শব্দে বাজে হারিয়ে যাওয়া বর্ণ
অন্ধ হৃদয়ের জানালায় জমে আছে বর্ণ
Chorus
ঘুমিয়ে থাকা আলো দাও আমায়
ভেতরের ছায়া ভেঙে ফেলো এবার
নিস্তব্ধতার মধ্যে ডাকছি তোমায়
এক ফোঁটা আশার দীপ জ্বালাও আমার
Bridge
ছুঁয়ে দেখি বিষাদ, রাতের নীল কুয়াশায়
না বলা কথারা এবার জেগে উঠুক চাঁদরাই
Chorus
ঘুমিয়ে থাকা আলো দাও আমায়
ভেতরের ছায়া ভেঙে ফেলো এবার
নিস্তব্ধতার মধ্যে ডাকছি তোমায়
এক ফোঁটা আশার দীপ জ্বালাও আমার
Chorus (final repeat, slightly varied)
ঘুমিয়ে থাকা আলো জাগাও আমায়
ছায়ার আঁধার কাটুক তোমার ছোঁয়ায়
নিস্তব্ধতার বুক চিরে ডাকছি তোমায়
এক ফোঁটা আশার দীপ জ্বালাও আমার