রাতের শহর জানে

cover

2025-06-24 14:05:04

Lyrics

Verse 1
রাতের শহর জানে, আমার অজানা গল্প
আলোর নিচে ছায়া খেলে, দোদুল্যমান মন
তুমি ছিলে পাশে, কথার খেয়াল পথে
ভিড়ের মাঝেও কখনো অনুভব করেছি একা

Chorus
শহরের অলিতে গলি, বাজে পুরোনো গান
তোমার হেসে ওঠা মুখে, আজও লেগে তার সুর
হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনে তারা
আমি সন্ধ্যা হয়ে রই, আলো রাখো দূর

Verse 2
বৃষ্টি ঝরে নিঃশব্দে ভিজে যায় চশমা
ঈর্ষা মাখা জানালা, দেখে আমাদের ছায়া
তবুও অসংখ্য স্বপ্ন, ঘুরে বেড়ায় মন
বিতর্ক আর প্রেম, ছড়িয়ে আছে বাতাসা

Chorus
শহরের অলিতে গলি, বাজে পুরোনো গান
তোমার হেসে ওঠা মুখে, আজও লেগে তার সুর
হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনে তারা
আমি সন্ধ্যা হয়ে রই, আলো রাখো দূর

Bridge
জানলা ভেদ করে চাঁদ হাসে, দেয় নতুন ইশারা
তবুও আমার দৃষ্টি শুধু, তোমার দিকে ছুটে যায়

Chorus
শহরের অলিতে গলি, বাজে পুরোনো গান
তোমার হেসে ওঠা মুখে, আজও লেগে তার সুর
হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে আনে তারা
আমি সন্ধ্যা হয়ে রই, আলো রাখো দূর