2025-06-20 14:06:16
Verse 1
নীল আলোয় ভেসে আসে
সাঁঝের নরম সুর
শূন্য শহরের কোণে
ভুলে যাওয়া স্বপ্ন জুড়
Chorus
খুব ধীরে ধীরে আনন্দ বয়ে যায়
স্মৃতির নদী ছুঁয়ে তাকাই
হারিয়ে যাওয়া মন বৃষ্টি চায়
তবুও খুঁজি আশার ছায়া আবার পাই
Verse 2
ঘুমহীন জানালার গায়ে
রাতের ছায়া নেমে আসে
কিছু প্রশ্ন চুপচাপ হাসে
চেনা গানের সুরে ভাসে
Chorus
খুব ধীরে ধীরে আনন্দ বয়ে যায়
স্মৃতির নদী ছুঁয়ে তাকাই
হারিয়ে যাওয়া মন বৃষ্টি চায়
তবুও খুঁজি আশার ছায়া আবার পাই
Bridge
কয়েক ফোঁটা আলো পড়ে
হারানো দিনের গল্প বলে
Chorus
খুব ধীরে ধীরে আনন্দ বয়ে যায়
স্মৃতির নদী ছুঁয়ে তাকাই
হারিয়ে যাওয়া মন বৃষ্টি চায়
তবুও খুঁজি আশার ছায়া আবার পাই