2025-06-21 14:06:19
Verse 1
রাস্তার বাতাসে ঝরছে স্বপ্নের গন্ধ
তুমি চলে গেলে বলেও, থেকেছে মনটা বন্দী
পুরানো অলিগলিতে লুকিয়ে আছে গল্প
তোমার ছায়া খুঁজি বার বার সেই পথ ধরে
Chorus
কেনো এভাবে ছেড়ে গেলে, আমায় ভাঙা শহরে
তবু তোমার ছবিটা আঁকি, প্রতিটি রোদ্দুরে
তুমি আছ কোথাও, হয়ত দেখা হবে আবার
হারিয়ে যাওয়া ভালোবাসা, ফিরবে কি আর
Verse 2
চিঠির পাতায় আজও মিশে আছে স্মৃতি
তোমার হাসির ছায়া পড়ে জানালার বাতাসে
বৃষ্টির শব্দ জানে, সেদিনের কাঁটা ঘা
ভুলতে পারবো না যে, বলিনি তো তা
Chorus
কেনো এভাবে ছেড়ে গেলে, আমায় ভাঙা শহরে
তবু তোমার ছবিটা আঁকি, প্রতিটি রোদ্দুরে
তুমি আছ কোথাও, হয়ত দেখা হবে আবার
হারিয়ে যাওয়া ভালোবাসা, ফিরবে কি আর
Bridge
রাত জেগে ছুঁই তোমার হারিয়ে যাওয়া ছায়া
এই গল্পের শেষটা কবে শুধুই তোমায় চায়
Chorus
কেনো এভাবে ছেড়ে গেলে, আমায় ভাঙা শহরে
তবু তোমার ছবিটা আঁকি, প্রতিটি রোদ্দুরে
আবার যদি এসো ফিরে, শুধু একবার
হারিয়ে যাওয়া ভালোবাসা, নতুন স্বপ্নে গাঁথা যার